এককালে

Roy Aishwarjyo
1 min readSep 10, 2020

--

এককালে

দূর দুরান্তে বাসে হতো ভীড়ভাট্টা।

সেই কাঁধে মাথা দেওয়া হতো যখন তখন।

রাস্তা ভরে বহু আনাগোনা।

হাত ধরা, উড়ন্ত ধুসর চুল।

তবে অভিমান মানা।

লেবু জল হাতে রাস্তায় দাঁড়িয়ে

“আচ্ছা, ভালো থাকিস “।

ব্যাগ হাতে টানাটানি বাকি

সব কিছু ওই রিক্সায় ফাঁকি।

আর ফেসবুকে টুংটাং

এক কাপ চা। খুব মাখামাখি।

অল্প খানি গল্প ছুটিয়ে বাজতো যে স্বপ্ন।

আজ শুধু নেই কোনো যত্ন।

স্টেশন গেলো শত শত

হাজার বছর পরেও একি বিশ্বাস

তবু কেন দিনশেষে দীর্ঘশ্বাস ভেবে উত্তর খোঁজ নেয়না।

যাপন করে সমরেশ আর অমিত ।

তবে এতেই কি সর্বনাশ!

সব যে গেছে যা যাবার ছিল যাক।

গালের কাছে মুখ ভিজে থাক।

তুই ছিলি তুই আছিস বলাই পাপ হয়ে রইলো।

বইয়ের কোণায় জল জমে সেই

জানালার পাশে নেই কেউ নেই।

ভুল যেন সেই আদর মাখা ভুল হয়ে খেললো। আলতা মাখা গায়ে,

তবু রং মেখে আলো

ভালোবাসা ভালো।

অনেক আড্ডা হোক।

ওই সুইসাইড আর রাত জাগা আজ

সব হোক সব হোক।

--

--

Roy Aishwarjyo

A Computer Science and Engineering student. Interested in Computer Science, business analytics, project management, research and editing.