রোদ
একদিন আমি রোদ ভিজিয়ে বাতাস খাবো।
কড়া রোদে চুল উড়োতে উড়োতে ভাসিয়ে দেবো সব দেনা পাওনা।
নাঙর ভেঙে জোয়ার আসবে আর আমি ঝড়ের বেগে উড়তি হাওয়ায় নাড়িয়ে দেব সব স্টেরিওটাইপ্স।
একদিন এই নোনা জলে আমি আমার রং মেশাবো।
কারন রং গুলোনোর খেলায় আমার জায়গা ছিলোনা।
আমি পথেরকাঁটা পথেই থেকে পথ বাতলে দিয়ে যাই।
আমার যাবার জায়গা থাকেনা।
একদিন আমি তাই রোদ হবো।
একদিন আমি তাই রং হবো।